Architecture

    News & Events

    আর্কিটেকচার সাস্ট এলামনাই এসোসিয়েশন (আশা)-এর ১ম নির্বাহী পরিষদের শপথ গ্রহণ এবং ওয়েবসাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

    Date : 2020/07/14

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের এলামনাইদের সংগঠন “আর্কিটেকচার সাস্ট এলামনাই এসোসিয়েশন” (আশা)-এর ১ম নির্বাহী পরিষদের শপথ গ্রহণ এবং ওয়েবসাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ই জুলাই ২০২০ খ্রিস্টাব্দে (২৯ শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ) রাত ৯ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওয়েবসাইটটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মাননীয় উপাচার্য মহোদয় তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করছি প্রত্যেক বিভাগের এলামনাইদের জন্য এইধরণের একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যেন সব গ্র্যাজুয়েটরা সেখানে সহজে যুক্ত হতে পারে, তাদের তথ্য-উপাত্ত রাখতে পারে এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে পারে। তিনি এলামনাইদেরকে এই ব্যাপারে সকল প্রকার সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন এবং পাশাপাশি একাডেমিক কারিকুলাম সংশোধনে ও দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনে এলামনাইদের সহায়তা কামনা করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্থপতি ইন্সিটিউট-এর সম্মানিত সভাপতি স্থপতি জালাল আহমেদ এবং আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি কৌশিক সাহা। এরপর বিশেষ অতিথি স্থপতি জালাল আহমেদ ‘আশা’ এর লোগো প্রতিযোগিতায় বিজয়ী আসিফ ইমরান খান এর নাম ঘোষণা করেন এবং সংগঠনের লোগো উন্মোচন করেন। এছাড়াও বর্তমান সাধারণ সম্পাদক কে, এম, মহিউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বর্তমান সভাপতি হাসান তারেক এবং সহ-সভাপতি মোঃ ওয়ালীঊল্লাহ।

    উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারী মাসে ঢাকা ও সিলেট কেন্দ্রে প্রত্যক্ষভাবে এবং অনলাইন ভোটের মাধ্যমে মোট ১৭৬ জন সদস্যের (পঁচানব্বই শতাংশ) অংশগ্রহণে ‘আশা’ এর ১৩ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচিত হয়। পরবর্তীতে ‘আশা’-র তথ্য সেবা এবং অনলাইন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাননীয় উপাচার্য মহোদয়ের পরিকল্পনায় ও সুষ্ঠু তত্ত্বাবধানে এবং ‘গ্র্যাজুয়েট নেটওয়ার্ক’ এর কারিগরি সহায়তায় আধুনিক সুবিধাসম্বলিত পূর্ণাঙ্গ এই ওয়েবসাইটটি (https://arcsustalumni.com/) প্রস্তুত করা হয়।

    Learn More