Industrial & Production Engineering

    News & Events

    Freshers' Reception, 2020

    Date : 2020/03/10

    আইপিই এসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

    আইপিই এর বিভাগীয় প্রধান ও আইপিই এসোসিয়শনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্কুল অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি এর ডীন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, আইপিই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সহ-সভাপতি সামিউল ইসলাম নাহিন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইপিই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আদিপ্ত রায়হান আতিক। আরো বক্তব্য রাখেন আইপিই বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস ও ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল প্রমুখ।