News and Events

শাবিপ্রবিতে “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে-২০২৫” উদযাপন

Date : 26 Apr 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদযাপন করা হয়েছে “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে-২০২৫”। শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়, যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাকাডেমিক ভবন ‘এ’র সামনে এসে শেষ হয়।


পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


সেমিনারে ভাইস চ্যান্সেলর বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই উদ্ভাবনকে সুরক্ষা দিতে মেধাস্বত্বের বিকল্প নেই। মেধাস্বত্ব সংরক্ষণ ও এ বিষয়ে সচেতনতা এখন সময়ের দাবি। আমাদের শিক্ষার্থীদের আরও বেশি গবেষণায় মনোযোগী হতে হবে এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে হবে।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. মো. আবুল হাসনাত।


টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার।


সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু এবং অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।