News and Events

শাবিপ্রবির সঙ্গে প্রগতি লাইফ ইনস্যুরেন্সের নবায়ন চুক্তি স্বাক্ষর

Date : 29 Apr 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে বীমা কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বীমা) নবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য ও জীবন নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বীমা চুক্তি আমাদের এই লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখে। বীমার মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয় পরিবার আরও সুরক্ষিত থাকবে।”


বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া।


এ সময় আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঈদ হাসান রুবেল।