News and Events
RTM-AKTU সিএসই ফেস্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Date : 30 Apr 2025
আজ বুধবার (৩০ এপ্রিল, ২০২৫) RTM আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির সিএসই ফেস্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে প্রযুক্তিগত জ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ।
সিএসই ফেস্টে বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।