News and Events
ভর্তি বিজ্ঞপ্তি (জানুয়ারি-জুন সিমেস্টার ২০২৬)
Date : 02 Nov 2025
আনন্দের সাথে জানাচ্ছি যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অধীনে আধুনিক ভাষা ইনস্টিটিউটে জানুয়ারি-জুন সেমিস্টার ২০২৬-এ আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিজ, কোরিয়ান ও বাংলা (বাংলা-শুধু বিদেশীদের জন্য) ভাষায় ৬ মাস মেয়াদী সার্টিফিকেট প্রোগ্রাম ও আরবি, ফরাসি, ইংরেজি ও জাপানিজ ভাষায় ১ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ফরম সংগ্রহ ও জমাদান: ১২ অক্টোবর, ২০২৫ খ্রি. থেকে ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত।
https://www.sust.edu/institutes/iml/notice-board/7 ফরম সংগ্রহ করা যাবে।
প্রফেসর ড. মোঃ ফয়জুল হক
ডিরেক্টর (ইনচার্জ)
আধুনিক ভাষা ইনস্টিটিউট