About Us

News & Events

শাবিপ্রবিতে আইকিউএসি এর তত্ত্বাবধানে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রাম

Date : 2018/04/17

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রাম আজ শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ প্রোগ্রামে বিশেষজ্ঞগণ ছিলেন প্রফেসর ড. আজমির সিং মালিক (ভারত), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. জিয়াউল আমিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এম বুরহান উদ্দিন।
সকাল সাড়ে ৯ ঘটিকায় শাবির উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে উপাচার্যের সেমিনার রুমে বিশেষজ্ঞদের সৌজন্য সাক্ষাত হয়। এ সময় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাস, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল আলমসহ এফইটি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, সদস্য প্রফেসর ড. ইফতেখার আহমেদ, সদস্য এসোসিয়েট প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।