About Us

Notice Board

স্বাস্থ্যবীমা ও জীবনবীমার আওতায় (স্নাতক ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের) প্রদেয় সুবিধার ২ নং ক্রমিকে বর্ণিত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে দৈনিক সুযোগ সুবিধা , হাসপাতালে থাকাকালীন কেবিন/ওয়ার্ড ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপাচারজনিত ব্যয়, পরামর্শ ফি, পরীক্ষা-নিরীক্ষার বিল ঔষধসহ ৩০০০/- টাকার স্থলে ৫০০০/- টাকা প্রতিস্থাপিত হবে। (সংযুক্ত বিজ্ঞপ্তি)

Published Date : 2023/10/04

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা ও জীবনবীমার আওতায় প্রদেয় সুবিধার ২ নং ক্রমিকে বর্ণিত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে দৈনিক সুযোগ সুবিধা , হাসপাতালে থাকাকালীন কেবিন/ওয়ার্ড ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপাচারজনিত ব্যয়, পরামর্শ ফি, পরীক্ষা-নিরীক্ষার বিল ঔষধসহ ৩০০০/- টাকার স্থলে ৫০০০/- টাকা প্রতিস্থাপিত হবে। (সংযুক্ত বিজ্ঞপ্তি)