About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৩-১৪-এর মোড়ক উন্মোচন

Date : 2018/07/03

আজ ৩ জুলাই, ২০১৮ তারিখ ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৩-১৪-এর মোড়ক উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, বার্ষিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রকে প্রতিফলিত করে। তাই সুন্দর ও যথাযথভাবে এ প্রতিবেদন প্রকাশের গুরুত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকেও নিয়মিত প্রতিবেদন প্রকাশের নির্দেশনা রয়েছে। এখন থেকে একাডেমিক কার্যক্রম প্রকাশের পাশাপাশি বিভাগগুলোর সাংস্কৃতিক কর্মকান্ডও বার্ষিক প্রতিবেদনে তুলে ধরতে হবে।