About Us

News & Events

অফিস আদেশ (ওয়ার্কিং গ্রুপ কমিটি গঠন)

Date : 2018/08/06

নৈতিকতা কমিটিকে কর্মকৌশল বাস্তবায়ন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের বিষয়ে সার্বিক তথ্য/উপাত্ত/করণীয় বিষয়ে পরামর্শ/সাচিবিক সহায়তা প্রদানের নিমিত্তে উপাচার্য মহোদয় নিম্নোক্তভাবে ওয়ার্কিং গ্রুপ কমিটি গঠন করেছেন।
১। প্রফেসর ড. মো. আবদুল গনি ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, শাবিপ্রবি - আহবায়ক
২। সভাপতি, শিক্ষক সমিতি, শাবিপ্রবি - সদস্য
৩। এস্টেট অফিসার, শাবিপ্রবি - সদস্য
৪। অতিরিক্ত পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, শাবিপ্রবি - সদস্য
৫। জনাব সেলিনা চৌধুরী, সহকারী রেজিস্ট্রার, শাবিপ্রবি - সদস্য
৬। জনাব মো. কবির উদ্দিন, সহকারী রেজিস্ট্রার, শাবিপ্রবি - সদস্য
৭। জনাব মোহাম্মদ তানজীম শামস, সহকারী প্রকৌশলী, শাবিপ্রবি - সদস্য
৮। জনাব শিব্বির আহমদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, শাবিপ্রবি - সদস্য
৯। জনাব আ.ফ.ম. মিফতাউল হক, উপ-রেজিস্ট্রার (জনসংযোগ), শাবিপ্রবি - সদস্য-সচিব