About Us

News & Events

প্রফেসর এম হাবিবুর রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

Date : 2023/08/22

আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট -এ প্রফেসর এম হাবিবুর রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রফেসর এম হাবিবুর রহমান ছিলেন সৎ, সজ্জন, কমর্চঞ্চল একজন দক্ষ শিক্ষক ও প্রশাসক। তিনি এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। উনার অবদান বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।


স্মরণ সভায় প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. তাহমিনা ইসলাম
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হাবিব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. আজিজুল হক, প্রফেসর ড. আ ক ম মাহবুবুজ্জামান, প্রফেসর ড. মো. ফয়সল আহমেদ, প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, প্রফেসর ড. তুলসি কুমার দাস, প্রফেসর ড. শফিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহ. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. আবুল কাশেম।
সভায় প্রফেসর এম হাবিবুর রহমান ট্রাস্টের পক্ষ থেকে ৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।