About Us

News & Events

দিনব্যাপী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

Date : 2023/09/23

আজ 23 সেপ্টেম্বর, 2023 তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট -এ সকাল ১০ টায় মিনি অডিটরিয়ামে দিনব্যাপী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রশিক্ষণে ১২টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, জাতীয় শুদ্ধাচার নীতি বাস্তবায়নে আমরা বন্ধ পরিকর। সারা বছর ধরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে আমরা সকলকে দক্ষ করে তৈরি করছি। যার প্রতিফলন আপনারা ইতোমধ্যে পেয়েছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এপিএতে ২য় হয়েছি। এ অবস্থান ধরে রাখতে আমাদের আরো পরিশ্রম করতে হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা, গবেষণা বাজেট বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে দ্রুত গতিতে। ডিজিটালাইজড পরিবহন ব্যবস্থা বাস্তবায়িত হবে অল্পকিছু দিনের মধ্যেই। খেলাধূলা সহ সকল ক্ষেত্র নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পয়েছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং রিসোর্চ পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল হাসান বিপিএএ এবং শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিএর বিশ্ববিদ্যালয় ফোকাল পয়েন্ট এবং উপ রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।