About Us

News & Events

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করনীয়-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন

Date : 2023/12/04

আজ ২ ডিসেম্বর ২০২৩ তারিখ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ সকাল ১০ টায় মিনি অডিটরিয়ামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করনীয়-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় ৮০ এর অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। কারণ শিক্ষকরাই জাতির জন্য বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে। ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পরিবেশ তৈরি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। ডি-নথি, ই-সাইন সার্টিফিকেট এবং ডিজিটাল লাইব্রেরি চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্মার্ট বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু করেছে। এখন প্রয়োজন সকলের ঐক্যবন্ধ কর্মপ্রক্রিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. চৌধুরী আবু আনাম রাশেদ।

কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহবায়ক এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো.আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার এবং ই-গর্ভনেন্স ও উদ্ভাবন কমিটির ফোকাল পয়েন্ট এস এম আমিন আল মুরাদ।