About Us

News & Events

শাবিপ্রবির ৩৩তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

Date : 2024/02/14

শাবিপ্রবির ৩৩তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত






আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি), সিলেট-এ শাবিপ্রবির ৩৩ বিশ্ববিদ্যালয় দিবস যথাযথ উৎসাহ উদ্দিপনায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টা ১০ মিনিটে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
পতাকা উত্তোলন শেষে ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০. ২৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পুরো ক্যাম্পাস ও কিলোরোড পদক্ষিণ করে গোল চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র-উপদেশ ও নির্দেশনা পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান সহ শিক্ষক , কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মুক্তমঞ্চে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।


মুক্তমঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর ফরিদ উদ্দিন আহমেদ সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান।


তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় সুনামের সাথে ৩৩টি বছর পার করেছে। দেশের পাশাপাশি আমরা বিশ্ব র‍্যাংকিয়ে ভালো করছি। আমাদের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে বিশ্বের ৫’শত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নেওয়া।

টিকে থাকার জন্য না বরং আমরা কোয়ালিটি মেইনটেইন করে কাজ করে যাবো । আমরা আজকের দিনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সকল গুনীজনদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।


অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।