About Us

News & Events

৪র্থ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এক বর্নাঢ্য র‍্যালি বের করা হয়

Date : 2024/02/27

আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট -এ ৪র্থ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে এক বর্নাঢ্য র‍্যালি বের করা হয় । র‍্যালিটি একাডেমিক ভবন সি - এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে লাইব্রেরি ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের প্রয়োজনে এবং গুণগত গবেষণা বিশ্লেষণে পরিসংখ্যানের তথ্য-উপাত্ত অন্যতম প্রধান হাতিয়ার। ভুল তথ্য উপাত্তনির্ভর যে কোন উদ্যোগ ব্যর্থ হতে পারে। তাই আমাদের পরিসংখ্যানের সঠিক তথ্য- উপাত্তের উপর জোর দিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
সভায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন প্রফেসর ড.মোহাম্মদ ওহিদ উল্যা।