About Us

News & Events

শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

Date : 2024/02/29

আজ ২৯ নভেম্বর, ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে ১২ টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমরা ইতোমধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির গত বছরের পর্যালোচনায় ২য় হয়েছি।সময় এখন দেশ সেরা হবার। শুদ্ধাচার সঠিক সময়ে সঠিক কাজটি করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সদাতৎপর। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন এপিএ-এর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।