About Us

News & Events

মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন এম্বাসি অব দা পিপল রিপাবলিক অফ চায়নর চার সদস্যের প্রতিনিধি দল।

Date : 2024/03/13

আজ ১৩ মার্চ, ২০২৪ তারিখ বেলা ২.৩০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)-এর ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন এম্বাসি অব দা পিপল রিপাবলিক অফ চায়নর চার সদস্যের প্রতিনিধি দল।

এসময় ভাইস চ্যান্সেলর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধি দল শাবিপ্রবিতে কনফুসিয়াস সেন্টার স্থাপনসহ আধুনিল ভাষা ইনস্টিটিউটের চায়নিজ ভাষার শিক্ষকদের মান উন্নয়নে কাজ করার এবং শিক্ষার্থীদের শিক্ষা এবং গবেষণা কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

৪ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এম্বাসি অব দা পিপলস রিপাবলিক অফ চায়নার কালচার এন্ড এডুকেশন কাউন্সিলর লিউয়েন ইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চায়নিজ ডিরেক্টর ড. ইয়াং হাই, প্রফেসর জেং জি ফিলিপ এবং জং কিনউন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম,

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. জায়েদা শারমিন, প্রফেসর ড. মো. শাহাবুল হক প্রমুখ।