About Us

News & Events

ই-গর্ভনেন্স ও উদ্ভাবন কার্যক্রম ২০২৩- ২৪ এর আয়োজনে ইনোভেশন প্রদশর্নী-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত

Date : 2024/04/30

আজ ৩০ এপ্রিল ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ বেলা ২ টায় আইআইসিটি ভবনের ২য় তলার ভার্চুয়াল ক্লাসরুমে ই-গর্ভনেন্স ও উদ্ভাবন কার্যক্রম ২০২৩- ২৪ এর আয়োজনে ইনোভেশন প্রদশর্নী-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন অনন্য একটি আয়োজন। ইনোভেশন প্রদর্শনীর মাধ্যমে নতুন আইডিয়া তৈরি হবে যা আমাদের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করবে। এ বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে ৫০০০ স্কয়ারফিট জায়গা বরাদ্ধ দেয়া হয়েছে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন সবাইকে উষ্ণ অভিনন্দন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফকরুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এসএম সাইফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহবায়ক এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম এবং সঞ্চালনা করেন পোগ্রামার আমিন আল মুরাদ।
প্রদর্শনীতে মোট ৩০ টি ইনোভেটিভ প্রজেক্ট উপস্থাপন করা হয়।
উপস্থাপিত প্রজেক্টগুলো থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্হান নির্ধারণ করে পুরস্কৃত করা হয় এবং ১০ টি প্রজেক্টকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
১ম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।।