About Us

Notice Board

মাননীয় ভাইস চ্যান্সেলরের অতীব জরুরী নির্দেশনা প্রসঙ্গে।

Date : 2022/01/12 - 2022/02/31

প্রিয় সহকর্মী,
সালাম নিবেন।

০১। আপনারা লক্ষ্য করছেন যে, ওমিক্রন বা করোনা দিন দিন বেড়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারো বন্ধ হয়ে যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার আগেই যদি সকল ধরণের প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টের কাজগুলো শেষ করা যায় তাহলে অনলাইনে পুনরায় ক্লাস ও পরীক্ষা নেওয়ার মাধ্যমে কারেন্ট সেমিস্টার সহজে শেষ করা সম্ভব হবে। এ বিষয়ে বিভাগীয় প্রধানদের দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

০২। বিগত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের জন্য কার্যকরী উদ্যোগ নেয়ার অনুরোধ করছি।

ভালো থাকবেন।
সুস্থ্য থাকবেন।
স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

(অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ)
উপাচার্য
শাবিপ্রবি, সিলেট।