Institutes

News and Events

শাবিপ্রবিতে Statistical Computing with R Programming for Beginners বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

Date : 2023/08/21

আজ ২১ আগস্ট, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে Hands-on Training on Statistical Computing with R Programming for Beginners শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের ৩৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, R এমন একটি প্রোগ্রমিং লেঙ্গুয়েজ যা বিশ্বের অধিকাংশ ডাটা বিজ্ঞানীরা গবেষণার কাজে ব্যবহার করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শাবিপ্রবি শিক্ষার মানের দিক দিয়ে ভালো একটি অবস্থানে আছে। তাছাড়া গবেষণার দিক দিয়ে বাংলাদেশে আমরা আমাদের অবস্থান জানাতে পেরেছি। আমরা আপনাদের মাধ্যমেই গবেষণাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো। এই প্রশিক্ষণ শিক্ষকদের জন্য অনেক প্রোডাক্টিভ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম। তাছাড়া, রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম।