Institutes

News and Events

আইকিউএসিতে Teaching Learning Assessment Strategies and Classroom Management বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

Date : 2023/11/28

আজ ২৭ নভেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে Hands-on Training : Teaching Learning Assessment Strategies and Classroom Management শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং ক্লাসরুম গঠণে বদ্ধ পরিকর। শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসরুমে কিভাবে সঠিক পদ্ধতিতে শিক্ষা দিবেন সে শিক্ষা প্রদানের জন্য আজকের এই কর্মশালার আয়োজন। আশা করি সকলে সঠিক ভাবে কর্মশালা সম্পন্ন করে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন। শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বাত্তোক ভাবে সাহায্য করছেন। তাছাড়া, গুণগত মান উন্নয়নের জন্য আইকিউএসিও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।

প্রশিক্ষণটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট এডুকেশন এন্ড রিসার্চের প্রফেসর ড. এস. এম. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।

প্রশিক্ষণে ৩০ এর অধিক বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।