Institutes

News and Events

আইকিউএসিতে Writing Center: Perspectives and Prospects - শীর্ষক কর্মশালা

Date : 2024/01/22

আজ ২২ জানুয়ারি, ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় আইকিউএসির আয়োজনে Workshop on Writing Center: Perspectives and Prospects শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ লিখতে প্রয়োজন সঠিক এবং কার্যকরী ভাষাগত দক্ষতা। এই দক্ষতা বৃদ্ধির জন্যই উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মত আমাদেরও একটি রাইটিং সেন্টার প্রয়োজন। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের একটি রাইটিং সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
এ সময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসাইন আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।