Institutes

News and Events

আইকিউএসিতে Teaching-Learning and Assessment Strategies বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী

Date : 2024/01/29

আজ ২৮ জানুয়ারী ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে Hands-on Training : Teaching-Learning and Assessment Strategies শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আইকিউএসি ট্রেনিং এর বিষয়ে খুবই আন্তরিক এবং মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে তারা চমৎকার কিছু কাজ করে যাচ্ছে। এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা পাঠদান এবং প্রশ্নপ্রনালী সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন বলে আশা করি, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।
প্রশিক্ষণটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট এডুকেশন এন্ড রিসার্চের প্রফেসর ড. দিবা হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।
প্রশিক্ষণে বিভিন্ন অনুষদ থেকে ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।