Institutes

News and Events

Training Series on Accreditation: Curriculum (Std.4) and Teaching Learning and Assessment (Std.5) শীর্ষক প্রশিক্ষণ (এফইটি, অর্থনীতি বিভাগ)

Date : 2024/02/11

আজ ১১ ফেব্রুয়ারি, ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ সকাল ১০ টায় আইকিউএসির আয়োজনে Training Series on Accreditation: Curriculum (Std.4) and Teaching Learning and Assessment (Std.5) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রশিক্ষণে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ এবং অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষকদের শিক্ষাদান হতে হবে কার্যকরী ও সময়োপযোগী। এ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দেশে অন্যতম সেরা অবস্থায় আছে। আজকের এই আয়োজন শিক্ষকদের যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব ইশরাত ইবনে ইসমাইল এবং প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।